বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / লাইফ স্টাইল / খাওয়া ছাড়াও আপেলের ব্যবহার

খাওয়া ছাড়াও আপেলের ব্যবহার

লাইফস্টাইল ডেস্ক
আমরা জানি, প্রতিদিন একটি আপেল খেলে ডাক্তারের কাছে যেতে হয় না। খাওয়া ছাড়াও সুস্বাদু ও পুষ্টিকর এই ফলটির রয়েছে আরও কিছু ব্যবহার। 

জেনে নিন: 
•    কেকে দেওয়ার গুঁড়া চিনি বা ব্রাউন সুগার জমে শক্ত হয়ে যায়। আর জমাট বাঁধবে না যদি প্লাস্টিকের প্যাকেটে চিনির গুঁড়ার সঙ্গে ছোট এক টুকরো আপেল রাখা হয়। 


•    মুরগি রোস্ট করার সময় যদি বেশি শুকনো হয়ে যায়। সেক্ষেত্রে মুরগির মাংসের সঙ্গে এক টুকরো আপেল দিয়ে দিন। রোস্ট নরম থাকবে। 

•    রান্নার সময় কোনো খাবারে লবণ বেশি হয়ে গেলেও আপনি দু’ টুকরো আপেল দিয়ে দিন। বাড়তি লবণ টেনে নিয়ে আপেল আপনার রান্না করা খাবারের স্বাদ বাড়িয়ে দেবে। 


•    রূপচর্চায়ও পিছিয়ে নেই উপকারী ফলটি। আপেল স্লাইস করে কেটে বেটে মুখে দিয়ে ৫ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেললে ত্বক হবে আরও সতেজ ও উজ্জ্বল।

আরও দেখুন

দাঁতে দাগ? জেনে নিন দূর করার ঘরোয়া উপায়

নিউজ ডেস্ক: ঝকঝকে দাঁত মানে সুন্দর হাসি। আর সুন্দর হাসি মানে আপনার সৌন্দর্য বেড়ে যাওয়া …