সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / খরা কাটিয়ে স্বাভাবিক রূপে ফিরেছে বর্ষা

খরা কাটিয়ে স্বাভাবিক রূপে ফিরেছে বর্ষা

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম : ছয়ঋতুর এ দেশে বর্ষা মানেই জলে থৈ থৈ আমাদের চারপাশ। নয়া পানিতে নদী-নালা, খাল-বিল ও জলাশয় ভরে উঠে। বর্ষায় প্রকৃতি সাজে নতুন অপরূপে। কৃষকরা আমন ধান রোপণের জন্য কোমরবেঁধে মাঠে নামে। নতুন পানিতে দেশী প্রজাতির ছোট ছোট মাছও ডিম ছাড়ে। তবে দীর্ঘ খরায় জনজীবনে কিছুটা ছন্দপতন ঘটলেও শেষ শ্রাবণে স্বাভাবিক রূপে ফিরেছে বর্ষা।

সোমবার (৭ আগস্ট) দিবাগত রাত থেকে  অঝোর ধারায় বৃষ্টি ঝরছে বগুড়ার নন্দীগ্রামে। এতে নন্দীগ্রাম উপজেলার মাঠঘাট বর্ষার পানিতে থৈ থৈ করছে। নতুন পানিতে মাছ ধরার ধুম পড়েছে। বর্ষার পানি পেয়ে স্বস্তি ফিরেছে কৃষকদের মনে।  

নন্দীগ্রাম পৌর এলাকার শামীম হোসেন বলেন, অনেক দিন পর বৃষ্টি হচ্ছে। মাছ ধরার জন্য বের হয়েছি। দেখি মাছ পাই কিনা। কৃষক জামাল হোসেন জানান, বৃষ্টি পানি দেখে ভালো লাগছে। সেচ দিয়ে আমন ধান লাগাইছি। এখন এই বৃষ্টি পানি পেলে ধান খুব ভালো হবে।

নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজম বলেন, বর্ষা মানেই প্রকৃতিতে অপরূপ সৌন্দর্য। এ বছর নন্দীগ্রামে অনেক পরে ভারি বৃষ্টির দেখা মিললো। এখন প্রকৃতি সেজেছে নতুন রূপে। এ যেনো অনেক প্রত্যাশার প্রতিফলন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …