শুক্রবার , এপ্রিল ১১ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / ক্ষয়ে-ভেঙ্গে যাচ্ছে নলডাঙ্গা ব্রীজ

ক্ষয়ে-ভেঙ্গে যাচ্ছে নলডাঙ্গা ব্রীজ

বিশেষ প্রতিবেদকঃ
নাটোরের নলডাঙ্গায় বারনই নদীর উপরের ব্রীজে ফাটল ধরেছে। ফাটলের কারণে ব্রীজের এক অংশ থেকে আরসিসি ঢালাই চটে উঠে গেছে। এর ফলে ব্রীজটি ঝুঁকিপূর্ণ হতে চলেছে। এটি ধীরে ধীরে বাড়তে পারে বলে ব্রীজে চলাচলকারীদের ধারণা। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।

ফাইল ছবি: নলডাঙ্গার বারনই নদীর উপরের একমাত্র ব্রীজে। ২০১৯ এর সেপ্টেম্বরে পাটের মৌসুমে তোলা -নারদ বার্তা

এ ব্যাপারে নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জান আসাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে আসাদ উল্লেখ করেন,
“গত পাটের মৌসুমে ব্রীজের উপরে প্রায় ৭০ টন ওজন পাট ট্রাক লোড হচ্ছিল। অনেক পরিশ্রম করে আমি ব্রীজ থেকে পাটের ট্রাক নামিয়ে দিয়েছিলাম। আজ তার ফলাফল, ব্রীজ ফাটলের মূল কারণ। আমি সে সময় হাট মালিক ও হাট কর্তৃপক্ষকে বার বার অনুরোধ করার পরও না শুনলে আমি নিজে হাটে নেমে হাট মালিক ও ব্যবসায়ীদের ব্রীজ থেকে নামতে বাধ্য করেছিলাম।”

যেখানে ফাটল দেখা দিয়েছে সেখানে পাট কিনে পাইকাররা ৬০/৭০ টন পাট পালা দিয়ে তার পাশে ট্রাক লোড করতো।

স্থানীয়রা দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য বলেন, ব্রীজের এই বেহাল দশার অতি দ্রুত ব্যবস্থা না নিলে আগামীতে যে কোন বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

আরও দেখুন

৫২ বছর বয়সে এসএসসি পরীক্ষা দিচ্ছেন দুলু

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, বাগাতিপাড়ায় ৫২ বছর বয়সে এবারের চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ইউপি সদস্য …