শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জাতীয় / ক্ষতিপূরণ পাচ্ছে ডিএনএ শনাক্ত ৮ জনের পরিবার

ক্ষতিপূরণ পাচ্ছে ডিএনএ শনাক্ত ৮ জনের পরিবার

নিউজ ডেস্ক:
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম ডিপোতে ভয়াবহ দুর্ঘটনায় নিহত আরও আটজনের পরিবার ক্ষতিপূরণ পাচ্ছে। রাষ্ট্র ও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সহায়তা দিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তথ্য সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে গত ১৪ জুলাই সমকালে ‘দাফনের খরচও পায়নি অনেক নিহতের পরিবার’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ হয়। সংবাদটি কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে সংশ্নিষ্ট পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ করা হয়।

শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন ইউএনও মোহাম্মদ শাহাদাত হোসেন।

ইউএনও শাহাদাত বলেন, বিএম ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে হতাহত সবার পরিবার ক্ষতিপূরণ পাবে। যেসব মরদেহের পরিচয় পাওয়া গেছে, তাদের স্বজনরা ক্ষতিপূরণ পেয়েছেন। যাদের নাম-পরিচয়ের জন্য ডিএনএ পরীক্ষা করা হচ্ছে, প্রতিবেদন পেলে তাদের পরিবারকেও সহায়তা দেওয়া হবে। সদ্য ডিএনএ শনাক্ত আটজনের তথ্য সংগ্রহ করে সংশ্নিষ্ট দপ্তর ও ডিপো কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

গত ৪ জুন উপজেলার সোনাইছড়িতে অবস্থিত বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। এতে এখন পর্যন্ত ১০ ফায়ার সার্ভিস কর্মীসহ ৫১ জনের লাশ উদ্ধার হয়েছে। অজ্ঞাত আরও ১৬ মরদেহের ডিএনএ পরীক্ষা প্রক্রিয়াধীন।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …