রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / ক্লাসে ফিরছে সিএসসির শিক্ষার্থীরা

ক্লাসে ফিরছে সিএসসির শিক্ষার্থীরা

 নিজস্ব প্রতিবেদক:  

আট দফা দাবির মধ্যে সাত দফা মেনে নেয়ায় আগামীকাল ১১ সেপ্টেম্বর বুধবার থেকে ক্লাসে ফিরছে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট)এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সকল ব্যাচের শিক্ষার্থীরা। গত এক সপ্তাহ ধরে তারা নানা দাবীতে ক্লাস বর্জনের কর্মসূচি চালিয়ে আসছিল। শিক্ষার্থীদের ৮ দফা দাবি গুলো ছিল ” বোর্ড অব ট্রাস্টিজ এর মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করতে হবে। তদন্ত চলাকালীন সময় অধ্যাপক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা কে বিশ্ববিদ্যালয়ে ফিরিয়ে এনে তাকে প্রশাসনিক এবং একাডেমিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দিয়ে তদন্ত করতে হবে তার পাশাপাশি তদন্ত চলাকালীন সময়ে ছাত্রকল্যাণ উপদেষ্টা এবং প্রক্টোরিয়াল বডির সকল সদস্যকে তাদের প্রশাসনিক পদ হতে সাময়িক অব্যাহতি দিয়ে তদন্ত করতে হবে। তদন্ত সম্পূর্ণ হওয়ার পরে যদি অধ্যাপক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা নির্দোষ প্রমাণিত হয় তবে তাকে পূর্ণসম্মানের সাথে সিএসই বিভাগে ফিরিয়ে আনতে হবে। তদন্তের পরে যে বা যারা এর সাথে জড়িত আছে তাদের শাস্তির আওতায় আনতে হবে। সিএসই বিভাগের সম্মানরক্ষার জন্য যে সকল শিক্ষার্থী আন্দোলনের সাথে জড়িত তাদেরকে পরবর্তীতে কোন রকম হয়রানি করা যাবে না। সিএসই বিভাগে অতি শীঘ্রই পিএইচডি ধারী একজন স্থায়ী অধ্যাপক নিয়োগ দিতে হবে। অধ্যাপক নিয়োগের বিষয়ে অন্যান্য বিভাগের কোন ব্যাক্তি হস্তক্ষেপ করতে পারবে না। সিএসই বিভাগের একাডেমিক উন্নয়নের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা প্রদান করতে হবে। বুলিং মুক্ত ক্যাম্পাস তৈরি করতে হবে। সিএসই বিভাগের যেষকল শিক্ষার্থী বুলিং এর শিকার হয়েছে এবং ভবিষ্যতে যদি সিএসই বিভাগের কোন শিক্ষার্থী বুলিং এর শিকার হয়, সে বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে হবে। ভবিষ্যতে সিএসই বিভাগের কোন শিক্ষককে অন্যায় ভাবে হয়রানি এবং অপমান করা যাবে না। বড়াল ও বনলতা হল এ কমপক্ষে একজন সিএসই বিভাগের শিক্ষককে হাউজ টিউটর হিসেবে নিয়োগ দিতে হবে। সিএসই বিভাগের ল্যাব ব্যবহারের ক্ষেত্রে যে সকল নীতিমালা নির্ধারিত ছিল সেগুলোর পরিবর্তন করা যাবে না। শিক্ষকদের মধ্যে গ্রুপিং বা ইন্টার্নাল পলিটিক্স বন্ধ করতে হবে। এরমধ্যেই নিচের সাতটি দাবি পূরণ হওয়ায় এবং এক নম্বর দাবির পূরণের আশ্বাসে শিক্ষার্থীরা আগামী কাল থেকে ক্লাসে যোগদান করবে বলে জানিয়েছে।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …