নিজস্ব প্রতিবেদকঃ
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে ঘরে অবস্থান করা এবং চলাচল সীমিতকরণের উদ্দেশ্যে নাটোর জেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।
জেলার বিভিন্ন উপজেলার ইউএনও, এসি (ল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পরিচালিত ১৫ টি মোবাইল কোর্টে গণজমায়েত করা, সঙ্গত কারণ ছাড়া চলাচল করা ও সন্ধ্যা ৬ টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা সহ বিভিন্ন অপরাধে ৪৪ ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানকে সর্বমোট ৩১,০০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এছাড়া তিন ফসলী আবাদী জমিতে পুকুর খননের অভিযোগে বড়াইগ্রামে দুই জন ব্যক্তিকে মোট ৬০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। বিভিন্ন স্থানে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আগত ব্যক্তিদের বাড়ি পরিদর্শন করে হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীকে অনুরোধ করা হয়। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় গরীব দুস্থ মানুষের বাড়িতে বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
নাটোরবাসীকে করোনামুক্ত রাখার জন্য সকলকে ঘরে থাকতে এবং স্বাস্থ্য বিধি মেনে চলতে অনুরোধ করা হয়েছে। এছাড়া সরকারি নির্দেশ মোতাবেক সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬ টা পর্যন্ত কেউ ঘরের বাইরে বের হতে পারবেন না।
আরও দেখুন
রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে ১৫ভরি স্বর্ণের ও
১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,, নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার পথে পথ …