রবিবার , সেপ্টেম্বর ৮ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / কোটা সংস্কার আন্দোলনবড়াইগ্রামে এক শিক্ষার্থী আহত

কোটা সংস্কার আন্দোলনবড়াইগ্রামে এক শিক্ষার্থী আহত


নিজস্ব প্রতিবেদক: বড়াইগ্রাম (নাটোর)
নাটোরের বড়াইগ্রামে কোটা সংস্কার আন্দোলন করার সময়
ছাত্রলীগের কর্মীর আঘাতে এক ছাত্র আহত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার আহমেদপুর ডিগ্রী কলেজ
চত্বরে এই ঘটনা ঘটে। পরে উপজেলা সহকারী কমিশনার
(ভুমি), বড়াইগ্রাম থানার পরিদর্শক শাফিউল আযম
ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
আহত শিক্ষার্থীর নাম সাইমন ইসলাম সিয়াম (১৭)। সে
গুরুদাসপুর উপজেলার বাকিবেগপুর গ্রামের শফিকুল
ইসলামের ছেলে ও আহম্মেদপুর ডিগ্রী কলেজের দ্বাদশ
শ্রেণীর শিক্ষার্থী।
সাইমন ইসলাম সিয়াম বলেন, আমাদের প্রথম বর্ষের বার্ষীক
ব্যবহারিক পরীক্ষা ছিল। কলেজে এসে জানতে পারি পরীক্ষা বন্ধ।
পরে পুলিশ আসলে ছাত্ররা লাঠি হাতে নিয়ে কোটা সংস্কারের
আন্দোলনের শ্লোগান দিতে থাকে। পরে সহকারী কমিশনার
(ভুমি) ও পুলিশ বিষয়টি মিমাংসা করে দেয়। পরে বাড়ি চলে
যাওয়ার সময় রাস্তায় আমাদের ধরে বঙ্গবন্ধু সৈনিকলীগের
উপজেলা সভাপতি ইসাহাক আলী ও জোয়াড়ী ইউনিয়ন
ছাত্রলীগের আহŸায়ক সজীব আহম্মেদের নেতৃত্বে ছাত্রলীগের
কর্মীরা মারপিট করে।
ইসহাক আলী বলেন, বিএনপি ও শিবিরের নেতা কর্মীরা
কোটা সংস্কারের নামে সরকার বিরোধী আন্দোলন করার সময়
আমরা বাধা দিয়েছি। কোন মারপিটের ঘটনা ঘটে নাই।
বড়াইগ্রাম থানার পরিদর্শক শাফিউল আযম বলেন, কিছু
শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ হওয়ার পরিস্থিতি সৃষ্টি
হলে পুলিশ উভয়কে শান্ত করে দিয়েছে। বর্তমানে পরিস্থিতি
স্বাভাবিক রয়েছে। আহত হওয়ার বিষয়টি জানা নাই। লিখিত

অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা
হবে।

আরও দেখুন

রাণীনগরে মারপিটে আহত গৃহবধুর 

মৃত্যু নিজস্ব প্রতিবেদক, রাণীনগর: নওগাঁর রাণীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র  করে মারপিটে আহত গৃহবধু রিজিনা বিবি …