নিজস্ব প্রতিবেদক: নাটোর প্রতিনিধি সরকারি চাকরির সকল গ্রেডে সকল ধরনের বৈষম্যমুলক কোটা বাতিলের এক দফা দাবিতে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১২ টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে এই কর্মসুচি পালন করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় নাটোর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে তারা এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জনি আহম্মেদ, নাটোর এন এস কলেজের শিক্ষার্থী শিশির মাহামুদ, রাজু আহম্মেদ,আব্দুল্লাহ আল নোমান, আমিনুল ইসলামসহ নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, “আমরা মেধা চাই, কোটা চাইনা। মেধা ভিত্তিক বাংলাদেশ গড়তে চাই, কোটার কোন চাকরি চাইনা, বাংলাদেশে কোন বৈষম্য চাই না। নির্দিষ্ট একটা গোষ্টির জন্য এই কোটা ব্যাবস্থা চালু আছে, এই কোটা আমরা বাতিল চাই।” এ সময় তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণও দেন তারা।
আরও দেখুন
বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …