রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে নাটোরে বিএনপির অবস্থান কর্মসুচি পালন

কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে নাটোরে বিএনপির অবস্থান কর্মসুচি পালন

নিজস্ব প্রতিবেদক:

১০ দফা বাস্তবায়নের দাবীতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে নাটোরে  অবস্থান কর্মসুচি পালন করেছে সদর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। আজ শনিবার বিকেলে শহরের আলাইপুস্থ জেলা বিএনপির কার্যালয়ে কর্মসুচি পালন করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য সচিব রহিম নেওয়াজ, সদর উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম,বিএনপি নেতা ফরহাদ আলী দেওয়ান শাহীনসহ নেতা-কর্মীরা। অবস্থান চলাকালে তারা বলেন, এই সরকার জনগনের কথা চিন্তাও করে না।
এই সরকার তাদের নেতা কর্মিদের আখের গুটানোর সরকার। এখন জনগনের জীবন ধারণ করা কঠিন করে দিয়েছে। গ্যাস বিদ্যুৎ সহ দ্রব্যমুল্যের লাগামহীন উর্দ্ধগতি, আওয়ামী লীগ সরকারের সবগ্রাসী দুর্ণীতির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধারসহ ১০ দফা বাস্তবায়নে তারা আন্দোলন চালিয়ে যাবেন।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …