শুক্রবার , অক্টোবর ১৮ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর / কেউ প্রার্থী নয়, ভোট দিলেন ভোটার

কেউ প্রার্থী নয়, ভোট দিলেন ভোটার

নিজস্ব প্রতিবেদক: নাটোরের লালপুরে মসজিদ কমিটির সভাপতি, সম্পাদক নির্বাচনে কেউ প্রার্থী না হলেও ভোট দিলেন ভোটার। স্থানীয় সুত্রে জানা যায়, লালপুরের বিলমাড়ীয়া কেন্দ্রীয় জামে মসজিদের কমিটির মেয়াদ শেষ হওয়ায় শুক্রবার ( ১২ জুলাই) সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোট অনুষ্ঠিত হয়। এতে কেউ প্রার্থী হয়নি,তবে ৩৩ জন সদস্যের ৩১ জন ভোটার ভোট দিয়েছেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মসজিদের ইমাম হাফেজ মাওলানা সুলতান মাহমুদ সাইফী। মসজিদের মুসল্লি মাসুদ রানা বলেন, মসজিদের সভাপতি, সম্পাদক নির্বাচনে ব্যাতিক্রম নির্বাচন দেখলাম। ৩৩ জন সদস্য সবাই ভোট দিবেন, নিজের ভোট নিজেকে দিতে পারবেন না , আবার কেউ প্রার্থী হতে পারবেন না। ২ টি পদেই যে যাকে পছন্দ করবেন ভোট দিবেন। এ পদ্ধতিতে সভাপতি পদে ২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান, লালপুর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্টু, ৭ ভোট পেয়ে নিকটতম হয়েছেন সাবেক অধ্যক্ষ আজিজুল হক চুনু। সাধারণ সম্পাদক হিসেবে বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান ১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বিলমাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক ৯ ভোট পেয়ে নিকটতম হয়েছেন। এপদে শফিকুল ইসলাম ৬ ভোট ও আলতাব হোসেন চেনু ৫ ভোট পেয়েছেন। গত ৫ জুলাই ( শুক্রবার) মসজিদের মুসল্লিদের সম্মতিতে ৩৩ জন সদস্য নির্বাচিত হয় । তারা কেউ প্রার্থী না সবাই ভোটার হয়ে পছন্দের মানুষকে নির্বাচিত করলেন সভাপতি ও সাধারণ সম্পাদক

আরও দেখুন

বিদ্যুৎ শাটডাউনের চেষ্টা বিফল!

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,, নাটোরের বড়াইগ্রামের বনপাড়াতে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সদর দপ্তর অবস্থিত। বৃহস্পতিবার …