সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / রাজশাহী / কৃষ্ণপুর ওয়ার্ডে আ’লীগের কাউন্সিলর প্রার্থী ‘নিজাম উদ্দীন মুকুল’

কৃষ্ণপুর ওয়ার্ডে আ’লীগের কাউন্সিলর প্রার্থী ‘নিজাম উদ্দীন মুকুল’

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া:
পুঠিয়া পৌরসভার নির্বাচনে কৃষ্ণপুর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ‘নিজাম উদ্দীন মুকুল’কে দলীয় সমর্থন জানিয়ে বিজয়ী করার লক্ষে কর্মীসভার আয়োজন করে স্থানীয় আওয়ামীলীগ। শুক্রবার (১১ ডিসেম্বর) বিকাল ৩ টায় পুঠিয়া মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মীসভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন পালোপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক।

কর্মী সভায় ওয়ার্ড আ’লীগের সভাপতি ফারাতুল্লা মন্ডল ফাকী’র সভাপতিত্বে সাধারন সম্পাদক প্রদীপ কুমার দাস এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন কাউন্সিলর প্রার্থী নিজাম উদ্দীন মুকুল।

সভায় পৌর আ’লীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার রহিম কনক আসন্ন পৌরসভার নির্বাচনে ৪ নং কৃষ্ণপুর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর প্রার্থী ‘নিজাম উদ্দীন মুকুল’কে নিজ দলীয় সমর্থন জানিয়ে নাম ঘোষণা করেন এবং দলীয় কাউন্সিলর প্রার্থীকে বিজয়ী করতে দলের সাধারণ নেতাকর্মী ও এলাকার সাধারণ মানুষসহ সকলের সহয়োগিতা কামনা করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর আ’লীগের সহ-সাধারণ সম্পাদক শ্রী পল্লব সেন গুপ্ত, প্রচার সম্পাদক আজিজুল বারী রুমি, সহকারী প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মিন্টু, আনসার আলী তালুকদার ধলু, আবু তাহের ভূঁইয়া, যুবলীগ নেতা নজরুল ইসলাম, জাহাঙ্গীর আলম,মহিউদ্দিন মকবুলসহ দলীয় নেতাকর্মী ও এলাকার সাধারণ মানুষ।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …