নিজস্ব প্রতিবেদক, লালপুর:
খরিপ-২/২০২০-২০২১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় নাটোরের লালপুরে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে বিনামূল্যে মাসকালাই বীজ, সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ করেছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, লালপুর উপজেলা কার্যালয়ের আয়োজনে আজ রবিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ১০০ জন প্রান্তিক কৃষকের মাঝে ২৫ কে জি সার ও এক প্যাকেট করে সবজি বীজ প্রদান করা হয়েছে।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উস্মুল বানীন দ্যুতির সভাপতি এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস্কেন্দার মির্জা, জেলা তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা, ঈশ্বরদী ইউনিয়ন চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়, বিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলাল, মাহমুদুল হক মুকুল, সাংগঠনিক সম্পাদক খাইরুল বাশার ভাদু, লালপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি ফরহাদ ইসলাম নান্নু প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্য সংসদ সদস্য,শহিদুল ইসলাম বকুল বলেন, কৃষিবান্ধব আওয়ামী লীগ সরকার বিনামূল্যে কৃষকদের বিভিন্ন প্রণোদনা প্রদান অব্যাহত রেখেছে যার ফলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। আগামীতেও প্রান্তিক কৃষকদের প্রতি সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে।
নীড় পাতা / জেলা জুড়ে / কৃষিবান্ধব আওয়ামী লীগ সরকার বিনামূল্যে কৃষকদের বিভিন্ন প্রণোদনা প্রদান অব্যাহত রেখেছে যার ফলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে: বকুল
আরও দেখুন
নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …