শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / জাতীয় / কৃষকের ধান কেটে দিচ্ছে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ

কৃষকের ধান কেটে দিচ্ছে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ


নিউজ ডেস্ক:
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় দ্বিতীয় ধাপে সরকার ঘোষিত লকডাউন চলছে। এর ফলে বিগত বছরের মতো এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জেলায়-উপজেলায় কৃষকদের ধান কেটে দিচ্ছেন সরকারি দলের নেতাকর্মীরা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের কমলগঞ্জে গতকাল তিন কৃষকের পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন উপজেলা যুবলীগের নেতাকর্মীরা। উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদসহ জেলা ও উপজেলার শতাধিক যুবলীগ নেতাকর্মী বর্গাচাষি সৈয়দ আজাদ আলী, শহীদ মিয়া ও ফারুক মিয়ার ৯০ শতাংশ জমির পাকা বোরো ধান কেটে বাড়িতে পৌঁছে দিলেন। ধান কাটায় অন্যদের মধ্যে যুক্ত ছিলেন মৌলভীবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক কয়ছর আহমদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবদুল মালিক বাবুল, সায়েক আহমেদ, সদস্য আলাল মিয়া, জহিরুল ইসলাম নান্নু, সাইফুল ইসলাম প্রমুখ।

সৈয়দ রেজাউর রহমান সুমন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ও কেন্দ্রীয় যুবলীগের দেশব্যাপী ধান কেটে দেওয়ার অংশ হিসেবে প্রথম কমলগঞ্জ উপজেলার কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। এতে একজন কৃষকের সময় ও টাকা দুটোই বাঁচল।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …