বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / জাতীয় / কৃষকের কাছ থেকে বোরো ধান সংগ্রহের নির্দেশ

কৃষকের কাছ থেকে বোরো ধান সংগ্রহের নির্দেশ

নিউজ ডেস্ক:
চলমান বোরো সংগ্রহ অভিযান সফল করার নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। গতকাল বুধবার অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযানের অগ্রগতি পর্যালোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

প্রকৃত কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করতে নির্দেশনা দিয়ে খাদ্যমন্ত্রী চলমান সংগ্রহ অভিযানকে সফল করতে খাদ্য বিভাগের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে। প্রকৃত কৃষকের কাছ  থেকে ধান সংগ্রহ করতে হবে। ধান বিক্রি করতে

আসা কোনো কৃষক যাতে হয়রানির শিকার না হন, সেদিকে লক্ষ রাখতে হবে।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …