শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / কিন্ডারগার্টেনে সরকারি বই সরবরাহ ও সমাপনী পরিক্ষায় অংগ্রহনের সুযোগের দাবী

কিন্ডারগার্টেনে সরকারি বই সরবরাহ ও সমাপনী পরিক্ষায় অংগ্রহনের সুযোগের দাবী

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে কিন্ডারগার্টেনের শিক্ষক ও পরিচালকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের সাহারা প্লাজায় একটি রেষ্টুরেন্টের হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কিন্ডারগার্টেন শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলী।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, সংগঠনটির রাজশাহী বিভাগীয় আহবায়ক গোলাম সারোয়ার স্বপন, যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সচিব আব্দুল আখের রাশেদীসহ অন্যান্যরা। এসময় বক্তারা, কিন্ডারগার্টেনে সরকারি বই সরবরাহ ও সমাপনী পরিক্ষায় অংগ্রহনের সুযোগ দানের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

সেই সাথে কিন্ডারগার্টেনের শিক্ষক প্রশিক্ষণ ও নিবন্ধন পদ্বতি সহজ করার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।

আরও দেখুন

নন্দীগ্রামে রস সংগ্রহের জন্য খেজুরগাছ প্রস্তুত 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম ,,,,,,,,,,বগুড়ার নন্দীগ্রামে রস সংগ্রহের জন্য খেজুরগাছ প্রস্তুত করা হয়েছে। এখন হেমন্তকাল। মাঠ …