নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে কালভার্ট ভেঙ্গে রড বিক্রি করার অভিযোগ উঠেছে শহিদুল ইসলাম নামের চেয়ারম্যানের ঘনিষ্ঠজনের বিরুদ্ধে। উপজেলার চান্দাই ইউনিয়নের গাড়ফা মাদ্রাসাপারা এলাকায় এ ঘটনা ঘটে। শহিদুল ইসলাম গাড়ফা দক্ষিন পাড়া গ্রামের মৃত রুস্তত আলীর ছেলে ও চান্দাই ইউপি চেয়ারম্যান শাহনাজ পারভীনের ঘনিষ্ঠজন।
মোক্তার হোসেন নামের গ্রামবাসি বলেন, পাঁচ বছর আগে গাড়ফা লক্ষীর মোড় হইতে সাতইল বিলে যাওয়ার মোক্তার হোসেনের বাড়ি পাশে কালভার্টটি নির্মাণ করা হয়। কিছুদিন হলো সেই রাস্তা দিয়ে মাটিকাটা গাড়ি চলাচল করার কারনে কালভার্ট এক পাশে ভেঙ্গে যায়। গত শনিবার হঠাৎ চেয়ারম্যানের ঘনিষ্ঠজন শহিদুল ইসলাম লোকজন দিয়ে কালভার্ট ভেঙ্গে মাটি দিয়ে ভরাট করে দিয়ে রোড নিয়ে চলে যায়।
মছের উদ্দিন ভূঈয়া বলেন, কালভার্ট ভেঙ্গে গেছে মেরামত করবে বা পুঃনির্মাণ করবে সরকার। শহিদুলের এ রকম করা কোন ভাবেই ঠিক হয়নি।
শহিদুল ইসলাম বলেন, কালভার্ট ভেঙ্গে যাওয়ায় জনগনের দুভোর্গের কথা চিন্তা করে ভেঙ্গে মাটি দিয়ে ভোরাট করে দেওয়া হয়েছে। আর রোড চেয়ারম্যানের হেফাজতে রয়েছে।
ইউপি চেয়ারম্যান শাহনাজ পারভিন বলেন, রড গুলো শহিদুলের হেফাজতের আছে। পরবর্তী সময়ে রড দিয়ে কাজ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, বিষয়টি আমার জানা নাই। খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহন করা হবে।