সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / কারিগরি শিক্ষার সঠিক মর্যাদা ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিএসপি(পাস) সমমান প্রদানের দাবিতে আন্দালন কর্মসূচী ঘোষনা

কারিগরি শিক্ষার সঠিক মর্যাদা ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিএসপি(পাস) সমমান প্রদানের দাবিতে আন্দালন কর্মসূচী ঘোষনা

নিজস্ব প্রতিবেদক:

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের হেয় করার প্রতিবাদে ও শিক্ষা মন্ত্রনালয়ের সিদ্ধান্ত বাস্তবায়ন, কারিগরি শিক্ষার সঠিক মর্যাদা ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিএসপি (পাস) সমমান প্রদানের দাবিতে দেশব্যাপী আন্দালন কর্মসূচি ঘোষনা করেছে আইডিইবি। সোমবার রাতে ইনিস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এ্যাসোসিয়েশন নাটোর জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসুচি ঘোষনা করা হয়।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী দাবি আদায়ে ২৩ মে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে স্ব-স্ব দপ্তরে প্রতিবাদ সভা ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। ২৬মে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সকল সংগঠন একযোগে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করবে এবং ২৭ থেকে ৩০ মে দেশব্যাপী প্রত্যেক জেলায় বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হবে।

সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষনা দেন আইডিইবির নাটোর জেলা সভাপতি আব্দুর রহমান। এসময় সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে সভাপতি আব্দুর রহমান বলেন, আন্তর্জাতিক মান নিয়ন্ত্রনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের শিক্ষা কোর্স ৪ বছর মেয়াদি করার সিদ্ধান্ত নেয় সরকার। কিন্ত বিএসসি ইঞ্জিনিয়াররা এতে প্রতিবন্ধকতা তৈরী করে। জাতীয় মেধার অপচয় রোধ করতে প্রশাসনিক ক্যাডারে বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রবেশ আইন দ্বারা রোধ করতে হবে। দেশের গুরুত্বপূর্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে সিংহভাগ পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দায়িত্ব পালন করে। অথচ পদন্নোতির ক্ষেত্রে বৈষম্যমূলক আচরন করা হয়।

কারিগরি শিক্ষার সঠিক মর্যাদা দান ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে বিএসপি (পাস) সম মর্যাদা প্রদানের দাবি ব্স্তবায়ন এবং প্রকৌশল আমলাদের কৌলিন্যমূলক আচরনের প্রতিবাদে তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন বলে জানান ডিপ্লোমা প্রকৌশলীরা।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …