নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
চলতি বছর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল শাখায় নাটোরের বাগাতিপাড়া উপজেলা থেকে একমাত্র গোল্ডেন জিপিএ ৫ পেয়েছে পুলিশ কন্যা নাহার এ জোবাইদা। এ বছর কারিগরি থেকে উপজেলায় প্রত্যেক বিষয়ে এ প্লাস নম্বর নিয়ে সাফল্য অর্জনকারী একমাত্র শিক্ষার্থী সে।
মঙ্গলবার সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এ তথ্য নিশ্চিত করেছেন। মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, চলতি বছর উপজেলার মাধ্যমিক পর্যায়ের সাতটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাত্র ৭ জন জিপিএ ৫ পেয়েছে। তারা সবাই একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী। এর মধ্যে নাহার এ জোবাইদা একমাত্র সব বিষয়ে জিপিএ ৫ অর্জন করেছে।
সে বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউটে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ট্রেডের ছাত্রী ছিল। এর আগে সে জেএসসিতেও গোল্ডেন জিপিএ ৫ অর্জন করেছিল। কৃতি জোবাইদা নাটোরের সিংড়া সার্কেল অফিসের পুলিশের সহকারী উপ-পরিদর্শক আব্দুল আহাদ আলীর মেয়ে। এর আগে আব্দুল আহাদ বাগাতিপাড়া মডেল থানায় কর্মরত ছিলেন। তাদের বাড়ি চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তারাপুর গ্রামে। উচ্চ শিক্ষা গ্রহন করে নাহার এ জোবাইদা প্রকৌশলী হতে চায়। মেয়ের জন্যে সকলের কাছে দোয়া চেয়েছেন তার বাবা। অধ্যক্ষ শরিফ উদ্দিন আহম্মদ জোবাইদার ফলাফলের সত্যতা নিশ্চিত করে বলেন, সে অত্যান্ত মেধাবী ছাত্রী।
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়া / কারিগরিতে বাগাতিপাড়ায় একমাত্র গোল্ডেন জিপিএ ৫ অর্জন করেছে জোবাইদা
আরও দেখুন
নাটোরে জনতার বাজার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক
নিজস্ব প্রতিবেদক,,,,,,,, নাটোরে ১৮ জন তরুণের উদ্যোগে বাজারদরের চেয়ে কম মুল্যে ও স্বল্প পরিমানে মানসম্মত …