শুক্রবার , এপ্রিল ১১ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / কাফুরিয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কাফুরিয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
কাফুরিয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কাফুরিয়া বাজার দূর্গা মন্দির প্রাঙ্গণে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। কাফুরিয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ নাটোর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট প্রসাদ কুমার তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিজয় সাহা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ চৌধুরী, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সমর কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক মলয় রায় প্রমুখ।

“সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা ও বৈষম্য বঞ্চনা মুক্ত অধিকারভিত্তিক বাংলাদেশ চাই “এই শিরোনামে ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন-২০২০ অনুষ্ঠিত হয়। সম্মেলনে পরবর্তী দুই বছরের জন্য ইউনিয়ন কমিটি গঠন করা হয়।

আরও দেখুন

৫২ বছর বয়সে এসএসসি পরীক্ষা দিচ্ছেন দুলু

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, বাগাতিপাড়ায় ৫২ বছর বয়সে এবারের চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ইউপি সদস্য …