শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / কানিজ ফাতেমা খুশী’র কবিতা ‘পুরোনো এই পথে’

কানিজ ফাতেমা খুশী’র কবিতা ‘পুরোনো এই পথে’

কবিঃ কানিজ ফাতেমা খুশী

কবিতাঃ পুরোনো এই পথে

আবার তুমি সেই
পুরোনো এই পথে,
দেবদারুর পরিপাটি সারিবদ্ধ সাজানো বেশ
সূর্যের প্রখর রৌদ্র তাপ
কচি পাতার নুয়ে পড়া
দ্বিপ্রহরের এই সময় ?

প্রেমে উদ্বিগ্ন মন
ভুল শুদ্ধ বোঝে না,
রৌদ্র তাপ কিংবা ঘন বর্ষা
সকলই প্রতিকূলে,সকলই যেন
শীতল ছায়ার প্রলেপ বিছানো
শান্ত সুন্দর নীড় ৷

বলি,পথের মাঝেই পথ হারাতে
ভুল করেই যদি ভুলে যেতে,
আমি প্রাণভরে, দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে, বলতাম
বেঁচেই আছি তাহলে !
বেঁচে যেতাম ৷

মার্চ ২০, ২০১৩

আরও দেখুন

কবি নাজনীন নাহার এর কবিতা “আমি মানুষ’’

আমি মানুষ! নাজনীন নাহারআমি মানুষ!হ্যাঁ আমি মানুষ।আমি অমানুষের করি নাশ,মানচিত্র থেকে মুছে দেবো আমি অমানুষদের …