নিজস্ব প্রতিবেদকঃ
কানাইখালি মাঠে বসছে কাঁচা তরিতরকারি এবং মাছের বাজার। করোনা ভাইরাস সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে জেলা প্রশাসন এবং পৌরসভার যৌথ আলোচনায় এই সিদ্ধান্ত নেয়া হয়। শনিবার বেলা বারোটার দিকে এর সম্ভাব্যতা যাচাইয়ের জন্য কানাইখালী মাঠ পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, পৌর মেয়র উমা চৌধুরী জলি, স্থানীয় কাউন্সিলর এবং বাজার কমিটির সভাপতি সাধারণ সম্পাদক।
করোনা ভাইরাস সংক্রমণ রোধে জেলা প্রশাসন এবং পৌরসভা গৃহীত পদক্ষেপের ফলে কিছুটা হলেও সামাজিক দূরত্ব বজায় থাকবে বলে আশা প্রকাশ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ। নাটোর বাজারে স্থান সংকুলান না হওয়ায় ক্রেতাদের সবাইকে গা ঘেঁষাঘেঁষি করে বাজার করতে হয়। এতে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি অনেক বেড়ে যায়। তারই ফলশ্রুতিতে কানাইখালি মাঠে কাঁচা তরিতরকারি বাজার এবং মাছ মাংসের দোকান বসানোর সিদ্ধান্ত হয়।
পৌর মেয়র উমা চৌধুরী জলি জানান, এটি একটি সাময়িক সিদ্ধান্ত। এই বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণ বন্ধ হলে আবারো পূর্বের জায়গায় ফিরে যাবে এই বাজার।
আরও দেখুন
রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে ১৫ভরি স্বর্ণের ও
১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,, নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার পথে পথ …