সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / কাঠ বোঝাই ট্রাক উল্টে একজন নিহত

কাঠ বোঝাই ট্রাক উল্টে একজন নিহত

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় কাঠ বোঝাই ট্রাক উল্টে ইউসুফ নামে একজন নিহত ও আহত হয়েছে আহাদ আলী নামে একজন। শনিবার সন্ধ্যে সাতটার দিকে উপজেলার বামিহাল জামতৈল সড়কের লতাবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইউসুফ উপজেলার শ্রীকোল গ্রামের ইয়াকুব আলীর ছেলে।

সিংড়া সার্কেলের এএসপি জামিল আক্তার জানান, শনিবার সন্ধ্যা সাতটার দিকে বামিহাল থেকে একটি কাঠ বোঝাই ট্রাক জামতলির দিকে আসছিল। ট্রাকটি লতাবাড়িয়া এলাকায় পৌঁছালে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এ সময় পাশ দিয়ে যাওয়া অটোভ্যান চাপা পড়ে। এ সময় ভ্যানের যাত্রী ইউসুফ ঘটনাস্থলে মারা যায়। অপর যাত্রী আহাদ আলী চাপা গুরুতর আহত হন। সিংড়া ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …