শনিবার , নভেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / টপ স্টোরিজ / কাজের মান খারাপ হওয়ায় ব্রীজের কাজ বন্ধ করলো এলাকাবাসি

কাজের মান খারাপ হওয়ায় ব্রীজের কাজ বন্ধ করলো এলাকাবাসি

নিজস্ব প্রতিবেদক, সিংড়া
নাটোরের সিংড়ায় হিজলী গ্রামের নিম্মমানের কাজের জন্য ব্রীজের কাজ বন্ধ করে দিলো এলাকাবাসি। জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়ের অধিনে কালভার্ট ও ব্রীজ নির্মান প্রকল্পের ৩৬ ফিট দৈর্ঘ্য প্রায় ৩১ লক্ষ টাকা ব্যয়ে ব্রীজটি নির্মান কাজ শুরু হয়।

মঙ্গলবার দুপুরে নিম্মমানের কাজের অভিযোগে কাজ বন্ধ করে দেয় স্থানীয়রা। ঠিকাদার সিদ্দিক জানান, কাজে কিছুটা গরমিল হয়েছে, আমি ছিলাম না। পরে শুনে কাজ দেখে আসছি। ইটালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বেলাল হোসেন জানান, কাজের মান খারাপ হয়েছে। আমি বিষয়টি শুনে ঘটনাস্থল এসে তাঁর প্রমান পেয়েছি ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সহকারী প্রকৌশলী কাজী মুসা বলেন, কাজ পরিদর্শন করা হয়েছে, কিছুটা কাজ খারাপ হয়েছে মশলায় গরমিল আছে, আমরা সমাধানের চেষ্টা করছি।

আরও দেখুন

নাটোরে যাত্রীবাহী বাস থেকে ৯ লাখ ৪৩ হাজার জাল টাকা সহ ৫ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,নাটোরে যাত্রীবাহী বাস থেকে ৯ লাখ ৪৩ হাজার জাল টাকা সহ ৫ জনকে গ্রেফতার …