রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / কাজী জুবেরী মোস্তাক এর পরিবেশ দিবসের জন্য কবিতা ‘বৃক্ষের বাঁচার আকুতি’
গল্পকারঃ কাজী জুবেরী মোস্তাক

কাজী জুবেরী মোস্তাক এর পরিবেশ দিবসের জন্য কবিতা ‘বৃক্ষের বাঁচার আকুতি’

কবি: কাজী জুবেরী মোস্তাক

কবিতা: বৃক্ষের বাঁচার আকুতি
(পরিবেশ দিবসের জন্য কবিতা)

এই যে পথিক
এই যে একটু এদিকে তাকাও
আমি বৃক্ষ আমাকেও বাঁচাও ,
আমাকে রক্তাক্ত করে কি পাও
কেনো এই বুকে পেরেক ঢুকাও
কেনো বুকে সাইনবোর্ড টানাও ৷
এই যে পথিক ,
এটা কি তুমি ঠিক করছো বলো
আমার দানেই তোমরা যে বাঁচো ,
একথা কি বেমালুম ভুলে গেছো ?
আমাকে মেরে বাঁচার স্বপ্ন দেখো
আমি না থাকলে বাঁচবে কি বলো?
এই যে পথিক ,
আমার ছাঁয়ায় এসে একটু বসো
এক গল্প বলি তোমাদের শোনো ,
মানুষ আজব এক প্রাণী জানো
আমার জন্য আন্দোলন করছো
তবুও এই বুকেই পেরেক ঠুকছো ৷
এই যে পথিক ,
বুকে এক সাইনবোর্ড ঠুকে দিলে
বাঁচাও বৃক্ষ লেখা ঐ সাইনবোর্ডে
বৃক্ষ বাঁচলে তবেই মানুষ বাঁচবে
অথচ ! তুমি বলো এটা কি করলে
মাকেই মেরে “ঝি”কেই বোঝালে ৷
এই যে পথিক ,
এখনই সচেতন হও সময় আছে
আমার বুকে বোর্ড কেনো টানাবে
আমাকে কি তোমরা বাঁচতে দিবে ?
তবে এখনই সববোর্ড ফেলো খুলে
আমাকে বাঁচতে দাও উন্মুক্ত ভাবে ৷

আরও দেখুন

কবি নাজনীন নাহার এর কবিতা “আমি মানুষ’’

আমি মানুষ! নাজনীন নাহারআমি মানুষ!হ্যাঁ আমি মানুষ।আমি অমানুষের করি নাশ,মানচিত্র থেকে মুছে দেবো আমি অমানুষদের …