শনিবার , ডিসেম্বর ২৮ ২০২৪
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / কাজী জুবেরী মোস্তাক এর কবিতা ‘পরাধীন স্বাধীনতা’
গল্পকারঃ কাজী জুবেরী মোস্তাক

কাজী জুবেরী মোস্তাক এর কবিতা ‘পরাধীন স্বাধীনতা’

কবিঃ কাজী জুবেরী মোস্তাক

কবিতাঃ পরাধীন স্বাধীনতা

অনেক পেয়েছি অনেক দিয়েছো স্বাধীনতা ;
অনেক শিখেছি আর শিখিয়েছো স্বাধীনতা
এবার আমাকেই মুক্তি দাও প্রিয় স্বাধীনতা।

চোখ মেললেই দেখি স্বাধীনতার মহোৎসব ;
স্বাধীনতার নামে চলে কতো রঙিন উৎসব
তবু শেষকৃত্যের অপেক্ষায় পরে থাকে শব।

রাষ্ট্রযন্ত্র সে স্বাধীনতা নামক শিকলেই বন্দী ;
আর স্বাধীনতাও নেতাদের মানিব্যাগে বন্দী
বেচারা আমজনতার ভাগ্যের সাথেই সন্ধি।

স্বাধীনতা সেও আজ পরাধীনতায় আটকা ;
স্বাধীনতার স্বাধীন সত্তাটারই চাই স্বাধীনতা
যে স্বাধীনতা হবেনা কোনই বাক্সবন্দী প্রথা।

স্বাধীনতা আজ শুধুই ক্ষমতা ভোগের প্রথা ;
যে যার মতো ভাঙছে গড়ছে সেই স্বাধীনতা
স্বাধীনতা ভেঙে ফেলো সব বাক্সবন্দী প্রথা।

আরও দেখুন

কবি নাজনীন নাহার এর কবিতা “আমি মানুষ’’

আমি মানুষ! নাজনীন নাহারআমি মানুষ!হ্যাঁ আমি মানুষ।আমি অমানুষের করি নাশ,মানচিত্র থেকে মুছে দেবো আমি অমানুষদের …