শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা

কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন হাট-বাজার কাঁচা মরিচের ঝাঁজে বাজার অস্থির হয়ে উঠেছে। পাশাপাশি অন্যান্য সবধরনের সবজির দামও নাগালের বাইরে চলেে গেছে। এখন হাট-বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রয় হচ্ছে ২০০-২৪০ টাকা দরে। এতে বিপাকে পড়েছে নিন্ম আয়ের মানুষগুলো। মঙ্গলবার সরেজমিনে নন্দীগ্রাম হাট-বাজারে গিয়ে দেখা যায় সবচেয়ে বেশি যে সবজির দাম বেড়েছে তা হচ্ছে কাঁচা মরিচ।

বিক্রেতারা জানিয়েছে, কিছুদিন ধরে কাঁচা মরিচের দাম লাগামহীনভাবে বেড়ে গেছে। এর আগে কাঁচা মরিচ ১২০-১৫০ টকা কেজি দরে বিক্রয় হলেও আজ বাজারে কাচাঁ মরিচ প্রতি কেজি ২০০-২৪০ টাকা কেজি দরে বিক্রয় হচ্ছে। সেইসাথে অন্যান্য সবজির দামও বেড়ে গেছে।

বেগুন ৫০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, কাঁচা পেঁপে ৩০ টাকা, মিষ্টি লাউ ৪০ টাকা, আলু ৩০ টাকা, কচুরমুখী ৩০ টাকা ও পটল ৪০ টাকা কেজি দরে বিক্রয় হচ্ছে। নন্দীগ্রাম হাট-বাজারের সবজি বিক্রেতা জান্টু মিয়া বলেন, আজ কাঁচা মরিচ ২০০-২৪০ টাকা কেজি দরে বিক্রয় করা হয়। কেনা বেশি দামে তাই বেশি দামেই বিক্রয় করতে হচ্ছে।

বাজার করতে আসা ক্রেতা অসিম কুমার বলেন, বাজারে শুধু কাঁচা মরিচের দাম বেশি নয়, সব সরনের সবজির দামই বেড়ে গেছে।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …