নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুর উপজেলার ৫’শতাধিক শীতার্ত দুস্থদের কম্বল উপহার দিয়েছে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠন ‘কল্লোল ফাউন্ডেশন’। শুক্রবার বেলা ১১ টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের মিলনায়তনে ওই কম্বল বিতরণ করেন ফাউন্ডেশানের প্রতিষ্ঠাতা ও সভাপতি বাংলাদেশ যুব মহিলালীগের সাবেক সহ-সভাপতি এড. কোহেলী কুদ্দুস মুক্তি।
এসময় প্রধান অতিধি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, ফাউন্ডেশানের সাধারণ সম্পাদক মিল্টন উদ্দিন, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি বাবু রাজ কুমার কাশি ও যুগ্ম সম্পাদক রেজাউল করিম সবুজ, আওয়ামীলীগ নেতা শরিফুল ইসলাম, গুরুদাসপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাজেম আলী মলিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এড. মুক্তি বলেন, ক্ষুধা দারিদ্রমুক্ত দেশ গড়তে জননেত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন। তাঁর কাছ থেকেই শিখেছি কিভাবে অবহেলিত মানুষের কল্যাণে কাজ করতে হয়। তারই অংশ হিসাবে ‘কল্লোল ফাউন্ডেশানে’র পক্ষ থেকে এই ক্ষুদ্র প্রয়াস। আগামীতে ব্যাপক পরিসরে সেবা মূলক এসব কার্যক্রমের মাধ্যমে তৃণমূলের অসহায় মানুষের পাশে থাকবো।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …