শনিবার , ডিসেম্বর ২১ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / কলেজে বসে রাজনৈতিক কর্মকান্ড চালান বিএনপি নেতা আনু

কলেজে বসে রাজনৈতিক কর্মকান্ড চালান বিএনপি নেতা আনু

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,, নিজ কর্মস্থল সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজে বসে প্রতিদিন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে নিয়ে বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করছেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। সোমবার (২৮ অক্টোবর) সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের নিজ (অধ্যক্ষ) কক্ষে বসে ইটালি ইউনিয়নের হিজলী গ্রামের বিএনপির নেতাকর্মীদের সঙ্গে রাজনৈতিক আলোচনা করতে দেখা গেছে। এমন কিছু ছবি এই প্রতিবেদকের কাছে এসে পৌঁছে। ছবিতে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শারফুল ইসলাম বুলবুল, সদস্য শরিফুল হাসান মৃধা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক বিশ্বাসকে দেখা যায়। এছাড়া সম্প্রতি পাওয়া একটি ছবি ও ভিডিও ফুটেজে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, পৌর ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রিয়াদ মোস্তফা, সদস্য সাইফুল ইসলামকে দেখা গেছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই তিনি নিয়মিত ওই শিক্ষা প্রতিষ্ঠানে নিজ দলের নেতাকর্মীদের সঙ্গে রাজনৈতিক আলোচনা ও কর্মকান্ড করে আসছেন। শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক কর্মকান্ড পরিচালিত হওয়ায় বিষয়টি বিভিন্ন মহলে আলোচনার জন্ম দিয়েছে। আনোয়ারুল ইসলাম আনু সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এবং সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। এ বিষয়ে বিএনপি নেতা অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন অবাস্তব। আমি দীর্ঘ ৪৫ বছর ধরে রাজনীতি করি। ২১ বছর ধরে আমি এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছি। আমির প্রতিষ্ঠান বহু ধরনের লোক আসে। আমার প্রতিপক্ষরা এই ধরনের অভিযোগ করে আসছে

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …