বুধবার , এপ্রিল ১৭ ২০২৪
নীড় পাতা / মুক্ত মত / রাজাকার দর্শনে বিশ্বাসী কলমবাজের বিরুদ্ধে প্রতিবাদ -অসিত কর্মকার

রাজাকার দর্শনে বিশ্বাসী কলমবাজের বিরুদ্ধে প্রতিবাদ -অসিত কর্মকার

কবি অসিত কর্মকার তাঁর ফেসবুক টাইমলাইনে কলমবাজদের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ একটি পোস্ট করেছেন। পাঠকদের জন্য নারদ বার্তায় তা প্রকাশ করা হলো…

সর্বপ্রাণের কবি আবু হাসান শাহরিয়ারের বাণী দিয়েই শুরু করছি।

“প্রকৃত কবিকে রাষ্ট্রের ঊর্ধ্বে উঠে বৈশ্বিক,
ধর্মের ঊর্ধ্বে উঠে মানুষ এবং মানুষের ঊর্ধ্বে উঠে
সর্বপ্রাণময় হতে হয়।” ♥♥♥

উনার বিপরীতে কী দেখি,

দেখি তৌমুরের মত গোষ্ঠীপ্রাণময় একটা কলমবাজ
মিথ্যের বেসাতি ভরা লেখায় , একটা দুর্বল গোষ্ঠীকে
জাতীয় খাদ্যে পরিণত করে বাঘ্রমনা ভক্তদের মাঝে
সাম্প্রদায়িকতা উসকে দিয়ে এবং রাষ্ট্রকে চঞ্চলমতি
করার এক সাবেকি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে!

এসব কলমবাজের জন্য
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা বাণী ছুঁড়ে দিলাম।

“যদি এমন বুঝিতে পারেন যে,লিখিয়া দেশের বা মনুষ্যজাতির
কিছু মঙ্গল সাধিত করিতে পারেন,
অথবা সৌন্দর্য সৃষ্টি করিতে পারেন, তবে অবশ্য
লিখিবেন, যাঁহারা অন্য উদ্দেশ্যে লেখেন,
তাঁহাদিগকে যাত্রাওয়ালা প্রভৃতি নীচ ব্যবসায়ীদিগের সঙ্গে
গণ্য করা যাইতে পারে।”

অসিত কর্মকার
২৪-০৯-২০১৯ ইং

আরও দেখুন

বড়াইগ্রামে বাংলা নববর্ষ উদযাপন 

নিজস্ব প্রতিবেদক: নাটোরের বড়াইগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যেগে বাংলা নববর্ষ ১৪৩১  উদযাপন করা হয়েছে। পরে সকাল …