কলকাতা রেলস্টেশনে (চিৎপুর স্টেশন নামেও পরিচিত) গতকাল বাংলাদেশ ভিসা তথ্য কেন্দ্র চালু করা হয়েছে। এই প্রথম ভারতের কোনো রেলস্টেশনে বাংলাদেশ ভিসা তথ্য কেন্দ্র চালু হলো। কলকাতা রেলস্টেশনের প্রথম তলায় অবস্থিত বাংলাদেশ টিকিট রিজার্ভেশন কাউন্টারের পাশেই এ তথ্য কেন্দ্র। কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার আন্দালিব ইলিয়াস ফিতা কেটে কেন্দ্রটি উদ্বোধন করেন। বাংলাদেশে যেতে ইচ্ছুক এমন ভারতীয় নাগরিকদের ভিসা আবেদন ও ভিসা পাওয়ার প্রক্রিয়া সহজতর করার লক্ষেই এ ভিসা তথ্য কেন্দ্র। বাংলাদেশ উপহাইকমিশনার আন্দালিব ইলিয়াস জানান, ‘কভিডের পর ভারত থেকে বাংলাদেশ কিংবা বাংলাদেশ থেকে ভারতে আসার যাত্রীসংখ্যা বেড়েছে। মানুষে মানুষে যোগাযোগ বেড়েছে। ফলে বাংলাদেশে যারা যাতায়াত করেন তাদের যাতে তথ্য পেতে সুবিধা হয়, সেটা প্রদানের জন্যই এ তথ্য কেন্দ্রটি ।’
আরও দেখুন
আজ গুগলের ২৫ তম জন্মবার্ষিকী
নিউজ ডেস্ক: ২৫ বছর আগে আজকের দিনে অর্থাৎ, ২৭ সেপ্টেম্বর স্ট্যানফোর্ডের দুই পিএইচডির ছাত্র বড় …