মঙ্গলবার , অক্টোবর ৮ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / করোনা সংক্রমণ প্রতিরোধে কঠোর লকডাউনের চতুর্থ দিন নাটোরে ঢিলেঢালাভাবে চলছে

করোনা সংক্রমণ প্রতিরোধে কঠোর লকডাউনের চতুর্থ দিন নাটোরে ঢিলেঢালাভাবে চলছে

নিজস্ব প্রতিবেদক:
করোনা সংক্রমণ প্রতিরোধে কঠোর লকডাউনের চতুর্থ দিন নাটোরে ঢিলেঢালাভাবে চলছে। আজ শনিবার ভোর থেকেই বেশ কিছু ব্যাটারী চালিত অটোরিক্সা, ভ্যান এবং সিএনজিসহ ছোট যান বাহন চলাচল করতে দেখা গেছে। লোকজনের চলাফেরাও বেড়ে গেছে। তবে সকাল থেকেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়ে পুলিশ বিধি নিষেধ অনুযায়ী যানবাহন ও জনগণের চলাচল নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। কিন্তু  মানুষের মধ্যে এই লকডাউন মানার প্রতি অনিহা লক্ষ্য করা গেছে। পুলিশের অনুপস্থিতিতে কেউ কেউ দোকান খোলারও চেষ্টা চালাচ্ছেন। অপ্রয়োজনে অনেককে বাজারে ঘোরফেরা করতে দেখা গেছে। তবে সরকারি বিধিনিষেধ মেনে বন্ধ রয়েছে বেশীরভাগ দোকানপাট। দূরপাল্লার ও আন্তঃজেলা বাস ও ট্রাক চলাচল করতে দেখা যায়নি।

পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, সর্বাত্মকভাবে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে সরকারি নির্দেশনা পুরোপুরি বাস্তবায়ন করতে নির্ধারিত পুলিশ চেষ্টা চালাচ্ছে। তারা মাঠে রয়েছে এবং নির্ধারিত সময় পর্যন্ত মাঠে থাকবে ।

আরও দেখুন

নন্দীগ্রামে উপজেলা ও পৌর বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার নন্দীগ্রামে উপজেলা ও পৌর বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) …