বৃহস্পতিবার , এপ্রিল ৩ ২০২৫
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / করোনা সংক্রমণ প্রতিরোধে সর্বাত্মক লকডাউনের তৃতীয় দিন নাটোরে ঢিলেঢালাভাবে চলছে

করোনা সংক্রমণ প্রতিরোধে সর্বাত্মক লকডাউনের তৃতীয় দিন নাটোরে ঢিলেঢালাভাবে চলছে

নিজস্ব প্রতিবেদক:
করোনা সংক্রমণ প্রতিরোধে কঠোর লকডাউনের তৃতীয় দিন নাটোরে ঢিলেঢালাভাবে চলছে। আজ শুক্রবার ভোর থেকেই বেশ কিছু ব্যাটারী চালিত অটোরিক্সা, ভ্যান এবং সিনজিসহ ছোট যান বাহন চলাচল করতে দেখা গেছে। লোকজনের চলাফেরাও বেড়ে গেছে। তবে সকাল থেকেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়ে পুলিশ বিধি নিষেধ অনুযায়ী যানবাহন ও জনগণের চলাচল নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে।

কিন্তু মানুষের মধ্যে এই লকডাউন মানার প্রতি অনিহা লক্ষ্য করা গেছে। পুলিশের অনুপস্থিতিতে কেউ কেউ দোকান খোলারও চেষ্টা চালাচ্ছেন। অপ্রয়োজনে অনেককে বাজারে ঘোরফেরা করতে দেখা গেছে। তবে সরকারি বিধিনিষেধ মেনে বন্ধ রয়েছে বেশীরভাগ দোকানপাট। দূরপাল্লার ও আন্তঃজেলা বাস ও ট্রাক চলাচল করতে দেখা যায়নি। 

পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, সর্বাত্মকভাবে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে সরকারি নির্দেশনা পুরোপুরি বাস্তবায়ন করতে নির্ধারিত পুলিশ চেষ্টা চালাচ্ছে। তারা মাঠে রয়েছে এবং নির্ধারিত সময় পর্যন্ত মাঠে থাকবে । 

আরও দেখুন

নাটোরে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভ্যানচালক প্রতিবেশি দাদার বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের এসএসসি পড়ুয়া এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক প্রতিবেশি দাদা ভ্যান …