বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে জনগণের মাঝে জান্নাতুল ফেরদৌস

করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে জনগণের মাঝে জান্নাতুল ফেরদৌস

নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
কোভিড-১৯ (করোনা) এর সংক্রমণের ঝুঁকি নিয়েও বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস। শনিবার রাতে তারাবিহ নামাজের পরে পৌরসভার ২ ও ৩ নং ওয়ার্ডের ৩৫৪ পরিবারকে মানবিক সহায়তা পৌঁছে দেন তিনি। জেলার সবচেয়ে বেশি সংক্রমিত এলাকা সিংড়া পৌরসভা। এটাকে তোয়াক্কা না করে মেয়র ফেরদৌস মানবিক সহায়তা নিয়ে পৌঁছে যাচ্ছেন দুঃস্থ কর্মহীন মানুষের দ্বারে দ্বারে।

এমন ঝুঁকি নেয়ার কথা জানালেও তিনি হেসে জানান, জনগণের ভোট নিয়ে জনপ্রতিনিধি হয়েছি। তাদের সেবা করার অঙ্গীকার করেছি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপির পরামর্শে আমি সব সময় জনগণের পাশে থাকতে চাই।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …