নিজস্ব প্রতিবেদক,লালপুর:করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে নিয়োজিত সেনাবাহিনী মেজর কামরুল ও সেনাবাহিনী সদস্যদের সাথে ২নং ঈশ্বরদী চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়সহ লালপুর উপজেলার বিভিন্ন স্থানে নানাবিধি কার্যক্রম পরিচালনা করেছে।মঙ্গলবার সকাল থেকে তারা এই কার্যক্রম পরিচালনা করে। এর মধ্যে রয়েছে গৌরীপুর, পালিদেহা, ঈশ্বরদী বিমানবন্দর মোড় ও লালপুর বাজার মনিটরিং,গৌরীপুরে বিদেশ ফেরত প্রবাসীর বাড়িতে হোম কোয়ারান্টাইন নিশ্চিতকরণ, বাজারের বিভিন্ন স্থানে জীবাণুনাশক স্প্রে ছিটানো, জনসমাগম বন্ধে মাইকিং, মাস্ক ব্যবহার, বারবার হাত ধৌতকরণে উৎসাহিতকরণ এবং একটি হোম কোয়ারান্টাইন পরিদর্শন করা হয়।
