বৃহস্পতিবার , জানুয়ারি ২ ২০২৫
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / করোনা মোকাবেলায় মুশফিকের পদক্ষেপ

করোনা মোকাবেলায় মুশফিকের পদক্ষেপ

নিউজ ডেস্কঃ

আর্থিক সহায়তার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষাতেও নজর দিচ্ছেন ক্রিকেটাররা। নিজ জেলায় বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ২০০ পিপিই (পারসোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট), হ্যান্ড গ্লাভস ও মাস্ক দিয়েছেন মুশফিকুর রহিম।

অবশ্য কয়েকদিন আগে স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে দুস্থদের জন্য আর্থিক সহায়তাও দিয়েছেন তিনি।মুশফিকের এই মহৎ উদ্যোগের কথাটি জানিয়েছেন তার বাবা মাহবুব হামিদ। তিনি বলেছেন, ‘আমার ছেলে আমাকে কিছুই জানায়নি। তবে স্থানীয় প্রতিনিধিদের ফোনের মাধ্যমে বিষয়টি জানতে পারি। তারা আমাকে আসতে বলেছিলেন। আমি বলেছি, আপনারা এগুলো সুষ্ঠুভাবে বণ্টন করুন।’

এর আগে মঙ্গলবার বিকালে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন মুশফিক। তিনি বলেছেন, ‘আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো থাকার জন্য প্রতিনিয়ত কষ্ট করে যাচ্ছেন। প্রথমে সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আশা করছি যারা এই নববর্ষ পালন করতে ইচ্ছুক, তারা বাসায় বসেই পালন করছেন। আপনারা জানেন সারা বিশ্ব করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করছে। আমাদের দেশও এর ব্যতিক্রম নয়।’

তিনি আরও বলেছেন, ‘আমি সকল আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য বিশেষ করে পুলিশবাহিনী, সেনাবাহিনী, র‌্যাব এবং আমাদের চিকিৎসক, নার্স, পরিচ্ছন্নতাকর্মী, যারা প্রত্যক্ষভাবে এই ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছেন, যাতে আমরা নিরাপদে থাকতে পারি, তাদের অবশ্যই মন থেকে সালাম জানাচ্ছি এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি নিশ্চিত মহান আল্লাহ তায়ালা তাদের এই কাজ দেখছেন। আপনারা এর পুরস্কার নিশ্চয় পাবেন।’

আরও দেখুন

লালপুরে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর  

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে অভিযান চালিয়ে ৫টি অবৈধ ইটভাটাকে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় ভাটা …