নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
করোনা পরিস্থিতি মোকাবেলায় নিজ নির্বাচনী এলাকায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বাস্থ্য কর্মীদের সাথে মতবিনিময় করলেন পলক। মুজিব বর্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ অপারেশন থিয়েটার চালু করার আশ্বাস৷ বর্তমান বৈশ্বিক মহামারী COVID-19 (করোনা ভাইরাস) মোকাবেলায় সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত খোঁজ-খবর নিতে এবং পরিবর্তিত পরিস্থিতিতে করণীয় সম্পর্কে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, কর্তব্যরত ডাক্তার, নার্স এবং স্বাস্থ্য কর্মীদের সাথে ভিডিও কনফারেন্সে মতবিনিময় করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি৷ এসময় প্রতিমন্ত্রী পরিস্থিতি মোকাবেলায় আগাম প্রস্তুতি সহ আপদকালীন সময়ে করণীয় সম্পর্কে বিশেষ দিক-নির্দেশনা প্রদান করেন এবং হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনার খোঁজ-খবর নেন৷ পাশাপাশি কর্তব্যরত ডাক্তার, নার্স এবং স্বাস্থ্য কর্মীদের পরামর্শ গ্রহণ করেন এবং তাদের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় ইকুইপমেন্ট দ্রুত সময়ে সরবরাহের ব্যাপারে আশ্বস্ত করেন৷ ইতিমধ্যে পর্যাপ্ত ফেস-মাস্ক এবং হ্যান্ডওয়াশ/হ্যান্ডরাব/হ্যান্ড স্যানিটাইজার পাঠানো হয়েছে বলেও জানান তিনি। এছাড়াও ডাক্তার এবং নার্সদের জন্য প্রাথমিকভাবে কিছু সংখ্যক PPE(পারসোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট) পাঠানো হয়েছে এবং ভবিষ্যতের কথা চিন্তা করে ব্যাপক পরিসরে আরও PPE এর নমুনা তৈরির কাজ ইতিমধ্যে শেষ হয়েছে এবং তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন এর অপেক্ষায় আছে বলে জানান পলক৷ দুর্যোগকালীন সময়ে সাহসের সাথে পরিস্থিতি মোকাবেলা করার আহবান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “জননেত্রী শেখ হাসিনার সরকার এই বৈশ্বিক মহামারী মোকাবেলায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে৷ আপনারা মনে সাহস নিয়ে কাজ করবেন। দেশের মানুষের পাশে থাকবেন৷ আমরা আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ।” প্রতিমন্ত্রীর আহবানের জবাবে উপস্থিত ডাক্তার, নার্স এবং সকল স্বাস্থ্যকর্মী তাঁকে দায়িত্ব পালনের ব্যাপারে আশ্বস্ত করেন৷ এরপর প্রতিমন্ত্রী ভিডিও কনফারেন্স এর মাধ্যমেই করোনা সাসপেক্টেড রোগীর প্রাথমিক চিকিৎসার জন্য ইতিমধ্যে স্থাপিত আইসোলেশন সেন্টার পরিদর্শন করেন৷ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম জানান, “এখন পর্যন্ত আমাদের এখানে কোন করোনা সাসপেক্টেড রোগী আসেনি৷ তবে করোনা পরিস্থিতি মোকাবেলায় আমরা আগাম প্রস্তুতি নিশ্চিতকরণের লক্ষ্যে কাজ শুরু করেছি৷ মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী স্ব-প্রণোদিত হয়ে যেভাবে আমাদের খোঁজ-খবর নিচ্ছেন এবং সহযোগিতা করছেন সেটা প্রশংসনীয় এবং আমার সহকর্মীদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে৷ মাননীয় প্রতিমন্ত্রীর সহযোগিতায় মুজিব বর্ষে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ অপারেশন থিয়েটার চালু করার ব্যাপারে আমরা আশাবাদী।”
নীড় পাতা / জেলা জুড়ে / করোনা মোকাবেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বাস্থ্য কর্মীদের সাথে মতবিনিময় করলেন পলক
আরও দেখুন
নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …