রবিবার , সেপ্টেম্বর ২৯ ২০২৪
নীড় পাতা / জাতীয় / করোনা মোকাবিলায় বাংলাদেশকে সোয়া ১ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র

করোনা মোকাবিলায় বাংলাদেশকে সোয়া ১ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক:
করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে অতিরিক্ত ১ কোটি ২৯ লাখ ডলার অর্থ সহায়তা দেবে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থা (ইউএসএআইডি)। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার এ তথ্য জানিয়েছেন।

রোববার (২৭ জুন) বিকেলে রাজধানীর একটি হোটেলে ইউএসএআইডি প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচনের পর তিনি এ তথ্য জানান। ‘সোনার বাংলার সুবর্ণজয়ন্তী’ শীর্ষক আলোকচিত্রভিত্তিক বইয়ে বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকী স্মরণের পাশাপাশি দেশের অনেক অর্জন ও সাফল্যের পথপরিক্রমা তুলে ধরা হয়েছে।

এই বই সম্পর্কে আর্ল মিলার বলেন, ‘গত পাঁচ দশকে বাংলাদেশকে ইউএসএআইডির মাধ্যমে ৫০০ কোটি ডলারের সহায়তা দেয়া হয়েছে। এই সময়ে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের শক্তিশালী স্থায়ী অংশীদারত্বে ইউএসএআইডি যে অবদান রেখেছে, বইটি তার এক অপূর্ব প্রতিচ্ছবি।’

বাংলাদেশকে করোনার টিকা দেয়ার বিষয়ে তিনি বলেন, ‘আপনারা এরই মধ্যে জেনেছেন, বাংলাদেশ শিগগিরই কোভ্যাক্সের মাধ্যমে যুক্তরাষ্ট্রের দেয়া মডার্নার ২৫ লাখ ডোজ করোনা টিকা পেতে যাচ্ছে। এটি টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুত করোনার আট কোটি ডোজ টিকার অংশ। যুক্তরাষ্ট্র এরই মধ্যে কোভ্যাক্সে প্রতিশ্রুত ৪০০ কোটি ডলারের মধ্যে ২০০ কোটি দিয়েছে। কোভ্যাক্সে এককভাবে এটা কোনো দেশের সর্বোচ্চ সহযোগিতা।’

করোনা মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রদূত বলেন, ‘করোনা শিখিয়েছে, সুরক্ষার জন্য একসঙ্গে কাজ করার কোনো বিকল্প নেই। মহামারি ও জলবায়ু পরিবর্তনের মতো সংকটে একসঙ্গে কাজ করতে হয়। কারণ এসব কোনো সীমা মানে না। তাই করোনা মোকাবিলায় যুক্তরাষ্ট্রের এসব উদ্যোগ সংকট মোকাবিলার দৃষ্টান্ত।’

আরও দেখুন

গাছের সাথে বেঁধে নির্যাতন-আসামি গ্রেফতারে অনীহা পুলিশের

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:নাটোরের বাগাতিপাড়ার কৈচরপাড়া গ্রামে গাছের সাথে বেঁধে মধ্যযুগীয় কায়দায় মারপিট করে নির্যাতন ও …