সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জেলা চষে বেড়াচ্ছেন পুরো প্রশাসন

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জেলা চষে বেড়াচ্ছেন পুরো প্রশাসন

নিজস্ব প্রতিবেদকঃ
করোনাভাইরাস এর সংক্রমণ প্রতিরোধে দিন রাত কঠোর পরিশ্রম করে চষে বেড়াচ্ছে পুরো জেলা প্রশাসন। পরিস্থিতি বুঝে পরিকল্পনা গ্রহন ও তার বাস্তবায়ন, সময়োপযোগী ব্যবস্থা গ্রহন থেকে শুরু করে নানাবিধ কার্যক্রমের মধ্য দিয়ে দিন পার করতে হচ্ছে জেলার সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের।

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা তৈরি এবং সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য জেলা প্রশাসকের নির্দেশনায় আজ ২৯ মার্চ রবিবার নাটোর জেলার বিভিন্ন স্থানে মোট ১৯ টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। করোনা প্রতিরোধে চলমান এই অভিযানের অংশ হিসাবে জেলা প্রশাসকসহ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফুন্নেছা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিভিন্ন এলাকায় সচেতনতামূলক অভিযান পরিচালনা করেন।

এছাড়া ইউএনও, এসি (ল্যান্ড) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ নিজ নিজ অধিক্ষেত্রে মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানকালে সরকারি আদেশ অমান্য করে ঢাকা থেকে ট্রাকযোগে যাত্রী পরিবহন করার জন্য গুরুদাসপুরে ৪টি ট্রাক ড্রাইভারকে ৩ হাজার পাঁচশত টাকা, গণজমায়েত করায় সিংড়ায় একজনকে ৫শত টাকা এবং আব্দুলপুর বাজারে একজনকে ১হাজার টাকা জরিমানা করে। পাশাপাশি গণজমায়েত রোধে সিংড়ার কালিগঞ্জ হাট বন্ধ করা হয়। এছাড়া বিভিন্ন স্থানে গরীব দুস্থ মানুষের মধ্যে ইউএনও এবং এসি(ল্যান্ড)গণ চালসহ খাদ্যসামগ্রী বিতরণ করেন।

এসব অভিযানে করোনা প্রতিরোধে সহযোগিতার জন্য স্থানীয় জনসাধারণকে ধন্যবাদ জানিয়ে এবং স্বাস্থ্যবিধি মেনে চলা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য সচেতন করেন এই কর্মকর্তাবৃন্দ।

আরও দেখুন

নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল

নিজস্ব প্রতিবেদক………………..নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *