বিশেষ প্রতিবেদকঃ
করোনা ভাইরাস প্রতিরোধে নাটোর পৌরসভার পক্ষ থেকে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শনিবার সকালে পৌরসভা প্রাঙ্গণ থেকে শুরু করে বিভিন্ন স্থানে সাধারণ জনগণের মাঝে সাবান, মাস্ক, এবং লিফলেট বিতরণ করা হয়।
নিজ হাতে এসব সামগ্রী বিতরণ করেন পৌর মেয়র উমা চৌধুরী জলি। এ সময় তার সঙ্গে থেকে বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এ সময় পৌর মেয়র বলেন, বিশ্ব এখন একটি সংকটকালীন মুহূর্ত পার করছে। এসময় সরকারের একার পক্ষে অথবা প্রশাসনের পক্ষ থেকে অথবা জনপ্রতিনিধিদের পক্ষ থেকে এই সংকট মোকাবেলা করা সম্ভব নয়। সমস্ত জনগণকে এই রোগ প্রতিরোধে এগিয়ে আসতে হবে, সচেতন হতে হবে। তিনি আরো জানান, আতঙ্কিত হবেন না, গুজব ছড়াবেন না। শুধুমাত্র সচেতনতাই পারে এই রোগ প্রতিরোধ করতে।