শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আন্তর্জাতিক / করোনা: বিশ্বে এক কোটির বেশি মানুষ সুস্থ

করোনা: বিশ্বে এক কোটির বেশি মানুষ সুস্থ

বিশ্বে করোনাভাইরাস (কোভিড-১৯) এক কোটিরও বেশি মানুষ করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন।

নিউজ ডেস্ক:
এই করোনাভাইরাসে (কোভিড-১৯) মৃতের সংখ্যা ৬ লাখ ৫২ হাজার ছাড়িয়েছে। এতে শনাক্ত হয়েছেন এক কোটি ৬৪ লাখের বেশি মানুষ।

রবিবার (২৬শে জুলাই) মেক্সিকোতে সবচেয়ে বেশি মানুষের প্রাণহানি হয়েছে। দেশটিতে মারা গেছে ৭২৯ জন। প্রাণহানির দিক থেকে এর পরেই রয়েছে ভারতের অবস্থান। দেশটিতে ৭১৬ জনের মৃত্যু হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রে গত কয়েকদিনের তুলনায় শনাক্ত ও প্রাণহানি কিছুটা কমেছে। সেখানে মারা গেছে ৪৪৭ জন এবং শনাক্ত ৫৫ হাজারের বেশি। করোনায় আক্রান্তের দিক থেকে ২য় স্থানে ব্রাজিলে নতুন করে ২৩ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছে ৫৫৬ জন।

আক্রান্তের দিক থেকে রাশিয়াকে টপকে তৃতীয় অবস্থানে উঠে আসা ভারতে মোট ১৪ লাখ ৩৬ হাজার ১৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আর দেশটিতে মৃত্যু হয়েছে ৩২ হাজার ৮১২ জনের এবং সুস্থ হয়েছেন ৯ লাখ ১৮ হাজার ৭৩৫ জন।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ১২ হাজার ৪৮৫ জন। আর করোনায় মৃত্যু হয়েছে ১৩ হাজার ২৬৯ জনের।

সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ১৭ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ২ লাখ ২৩ হাজার ৪৫৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২ হাজার ৯২৮ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন এক লাখ ২৩ হাজার ৮৮২ জন।


সূত্র: ডিবিসি নিউজ

আরও দেখুন

নাটোরের সকল এমপিদের গ্রেপ্তারের দাবি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের

নিজস্ব প্রতিবেদক,,,,,,,, সাম্য ও মানবিক দেশ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক …