নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জঃ
করোনা প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পন্য আমদানি-রপ্তানি আগামী ৪ দিনের জন্য বন্ধ ঘোষনা করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ মার্চ) থেকে আগামী শুক্রবার (২৭ মার্চ) পর্যন্ত বন্ধ থাকবে এই বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। আগামী ২৮ মার্চ শনিবার থেকে আবারও বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনামসজিদ স্থল শুল্ক ষ্টেশনের সহকারি কাষ্টমস কমিশনার মোহাম্মদ সাইফুর রহমান।
সহকারি কমিশনার জানান, গতকাল ২৩ মার্চ মোহদীপুর এক্সপোর্টারস এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ সাক্ষরিত এক পত্রে জানানো হয় ভারতের কেন্দ্রীয় ও পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে করোনা প্রতিরোধে আজ থেকে আগামী ২৭ মার্চ পর্যন্ত চারদিন ভারত থেকে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। একই নির্দেশনা বজায় থাকবে রহনপুর রেলওয়ে শুল্ক ষ্টেশনেরও।
এদিকে, সোনামসজিদ বন্দর পরিচালনা প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও; বিশেষ ব্যবস্থায় ও নিরাপত্তায় বন্দরের অভ্যন্তরে লোড-আনলোড কার্যক্রম অব্যাহত থাকবে।
আরও দেখুন
কাঙ্খিত বিজয়কে পদদলিত করেছে ফ্যাসিস্ট সরকার বিএনপি নেতা বেলাল ই বাকী ইদ্রিসী
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ,,,,,,,,,,,,,,,,,,যে আশা নিয়ে বা প্রত্যাশা নিয়ে বাংলাদেশ বিজয় হয়েছিল সেই কাঙ্ক্ষিত বিজয় …