নিজস্ব প্রতিবেদকঃ
করোনা ভাইরাস প্রতিরোধে নাটোর পৌরসভার পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌরসভার বিভিন্ন এলাকায় এই লিফলেট বিতরণ করা হয়। পৌর মেয়র ও মা চৌধুরীর নির্দেশে সম্ভাব্য সকল স্থানে জীবাণু নাশক ঔষধ স্প্রে করা হয়। এ সম্পর্কে মেয়র উমা চৌধুরী জানান, লিফলেট বিতরণ এবং জীবাণুনাশক ঔষধ ছিটিয়ে পৌরসভা করোনা মোকাবেলা করতে পারবে না, যতক্ষণ না এর নাগরিকরা সচেতন হবে। তিনি সবাইকে অনুরোধ করেন যাতে নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠান, অফিস এবং বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। আতঙ্কিত হবেন না। সচেতন হোন এবং সবাইকে সচেতন করুন।