নীড় পাতা / আইন-আদালত / করোনা প্রতিরোধে গুরুদাসপুরে পুলিশের ওয়াচ টাওয়ারের উদ্বোধন

করোনা প্রতিরোধে গুরুদাসপুরে পুলিশের ওয়াচ টাওয়ারের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুরঃ
নাটোরের গুরুদাসপুরে বনপাড়া-হাটিকুমরুল হাইওয়ের টোল প্লাজার সামনে পুলিশের ওয়াচ টাওয়ারের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে এই ওয়াচ টাওয়ারের উদ্বোধন করা হয়। ওয়াচ টাওয়ার উদ্বোধন করেন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল ইসলাম ও বড়াইগ্রাম সার্কেলের এসপি হারুনুর রশিদ প্রমুখ।

উল্লেখ্য, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুরসহ নাটোরের বাইরের বিভিন্ন স্থান থেকে লোকজন ট্রাকে করে ড্রামের ভেতর করে নাটোর হয়ে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ফিরছিল। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে এই ওয়াচ টাওয়ার এর মাধ্যমে নাটোরের বাইরে থেকে, বিশেষ করে ঢাকা থেকে আসা সকল যানবাহন পুলিশের চেকিং এর আওতায় আসবে বলে মনে করে নাটোর জেলা পুলিশ।

আরও দেখুন

নন্দীগ্রামে ছেলের চিকিৎসা করাতে এসে সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেল-অটোভ্যান সংঘর্ষে রিফা আক্তার (২৬) নামে এক সৌদি প্রবাসীর স্ত্রীর মৃত্যু …