রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জাতীয় / করোনা পরিস্থিতির উন্নতি হলে সেপ্টেম্বরে স্কুল খোলার আশা

করোনা পরিস্থিতির উন্নতি হলে সেপ্টেম্বরে স্কুল খোলার আশা

নিউজ ডেস্ক:
করোনা পরিস্থিতির উন্নতি হলে সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব হবে, এমন আশাবাদ জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক।

এমনকি শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষাও নেয়া সম্ভব হবে আশা প্রকাশ করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক। করোনায় শিক্ষার্থীদের ক্ষতি কাটাতে সরকারের পরিকল্পনা বিষয়ে জানতে চাইলে তিনি এ তথ্য জানান।

মাউশির মহাপরিচালক বলেন, সংসদ টেলিভিশনের মাধ্যমে আসছে অক্টোবর ও নভেম্বরের মধ্যে সিলেবাস শেষ করা হবে। তবে, এই নেটওয়ার্কের বাইরে থাকা প্রায় সাড়ে পাঁচ লাখ শিক্ষার্থীকে কিভাবে সম্পৃক্ত করা যায়, তা নিয়ে কাজ করছে সরকার।

তিনি আরও জানান, শিক্ষা খাতের ক্ষতি কাটিয়ে উঠতে রিকভারি প্ল্যান তৈরিতে কাজ করছে কয়েকটি টিম। শিগগিরই তাদের সুপারিশ নিয়ে একটি সমন্বিত পরিকল্পনা প্রকাশ করা হবে।

আগামী সপ্তাহে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠকের কথা রয়েছে। করোনা প্রকোপে গত ১৭ই মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ৬ই আগস্ট পর্যন্ত ঘোষণা করা হয়েছে ছুটি।

সূত্র: ডিবিসি নিউজ

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …