নিজস্ব প্রতিবেদকঃ
নিজেদের আত্মীয় স্বজনদের ১০/১৫ পরিবারের অংশগ্রহনে সংগ্রহ করা হয় চাল, ডাল, পেঁয়াজ, রসুন। এর পর পরিমাণমতো ভাগ করে রাস্তার পাশে একটি টেবিলে রাখা হয়। পথচারীদেরকে জানানো হয়, এগুলো বিক্রয়ের জন্য নয়। করোনা পরিস্থিতির এই আপদকালীন সময়ে দরিদ্র, অসহায় মানুষ যেন বাড়িতে নিয়ে যেতে পারে সেই উদ্দেশ্যে এই উদ্যোগ। জানাচ্ছিলেন ক্ষুদে উদ্যোক্তা চৌধুরী বাড়ির এক যুবক, নাম তার উল্লাস।
নাটোরের চৌধুরীবাড়ি কিশোর যুবকদের ব্যতিক্রমী এই উদ্যোগ নাটোরবাসীর দৃষ্টি কেড়েছে। আজ বুধবার বিকেলে কেন্দ্রীয় মসজিদ এলাকায় প্রধান সড়কের পাশে এমন এক টেবিলে চাল, ডাল, পেঁয়াজ, রসুন রাখা হয়েছে যেন যেকোন সময় অভাবী মানুষ এখান থেকে নিয়ে যেতে পারেন।
উল্লাস চৌধুরী নারদ বার্তাকে জানান, ‘আমরা এই ক্ষুদ্র প্রয়াস শুরু করেছি-মানবতার টেবিল-নামে। আমরা চাই নারদ বার্তার মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়ুক এবং প্রতিটি মহল্লায় এমনই একটি করে মানবতার টেবিলের ব্যবস্থা হোক যেখানে শুধু চাল ডাল নয়, আমাদের যা কিছু উদ্বৃত্ত, তা আমরা অসহায় দরিদ্র মানুষের জন্য রেখে দিব। করোনা পরিস্থিতিতে সবাই জমায়েত না করে, এক জন করে এসে এই টেবিলে দ্রব্যাদি রেখে যাবে আবার যার প্রয়োজন তিনিও একা এসে এখান থেকে প্রয়োজন মতো দ্রব্যাদি নিয়ে যেতে পারবেন। এখানে সম্পূর্ণ বিষয়টি দাতব্য অর্থাৎ বিনামূল্যে বা মানবতার খাতিরে।’
অন্যান্য পথচারীরা দেশের এমন ক্রান্তিলগ্নে মহানুভবতার পরিচয় দেয়া এমন সাধু উদ্যোগের প্রশংসা করেন।