নিজস্ব প্রতিবেদক, লালপুর :নভেল করোনা ভাইরাস প্রতিরোধের এখন নিয়ম ও আইন মানছেনা নাটোরের লালপুরের গোপালপুর পৌরসভা এলাকার গোপালপুরে ডায়গনিষ্ট সেন্টার সহ বে – সরকারি হাসপাতাল গুলি । এতে করোনা ভাইরাস প্রতিরোধের বাধাগ্রস্থ হচ্ছে , দেখা দিয়েছে করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ার আশংকা । দুরন্ত বজায় না রেখেই ডায়গনিষ্ট সেন্টারে এসে গণজামায়াত হয়ে বসে থাকছে চিকিৎসায় আশা ভুক্তভোগীরা । বিয়ষ গুলি নজরে নিছেনা ডায়গনিষ্ট সেন্টার ও বে-সরকারী হাসপাতাল কতৃপক্ষ । এবিষয়ে সচেতন মহল বলেন, বে-সকরারী ডায়গনিষ্ট সেন্টার ও হাসপাতাল গুলি চিকিৎসা সেবা প্রদান করবে ঠিক আছে । অথচ করোনা ভাইরাস প্রতিরোধের নিয়ম ও আইন মানবেনা এইটা হয়না , তারা আরো বলেন এসব ভায়গনিষ্ট সেন্টার ও হাসপাতাল গুলির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন । তারা এবিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন ।
নীড় পাতা / আইন-আদালত / করোনা: নিয়ম মানছেনা লালপুরের গোপালপুরের ডায়গনিষ্ট সেন্টার ও বে-সরকারী হাসপাতালগুলি
আরও দেখুন
বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …