সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / করোনা: নাটোরে জেলা প্রশাসনের তৎপরতা

করোনা: নাটোরে জেলা প্রশাসনের তৎপরতা

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরে করোনা ভাইরাস সংক্রমণ রোধে জেলা প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে। মঙ্গলবার সকাল থেকে সারাদিন করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে করণীয় সম্পর্কে অবহিতকরণ এবং নিয়মিত বাজার মনিটরিং এর ধারাবাহিকতায় জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ এডিসি (রেভিনিউ) মোছাঃ শরীফুন্নেছা, এডিসি (জেনারেল) আশরাফুল ইসলাম, এডিএম সাইদুজ্জামান, সকল উপজেলার ইউএনও, এসি (ল্যান্ড) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্ব জেলার বিভিন্ন স্থানে মোট ১৮টি জনসচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানের কয়েকটিতে সেনাবাহিনীর সদস্যরা প্রশাসনকে সহায়তা করেন। অভিযানে করোনা সংক্রমণ প্রতিরোধে স্থানীয় জনসাধারণকে সচেতন করা হয় এবং দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য ব্যবসায়ীদের অনুরোধ করা হয়। পাশাপাশি বিদেশ ফেরত প্রবাসীদের ‘হোম কোয়ারেন্টাইন’ নিশ্চিতকরণে কয়েকটি বাড়ি পরিদর্শন করা হয়। এছাড়া জেলার কয়েকটি স্থানে জীবাণুনাশক স্প্রে ছিটানো হয় এবং সাময়িক কর্মহীন ও নিম্ন আয়ের গরীব দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর নির্দেশনায় চাল সহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

আরও দেখুন

নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল

নিজস্ব প্রতিবেদক………………..নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২ …