নিজস্ব প্রতিবেদক, হিলি (দিনাজপুর):
হিলিতে প্রযুক্তির বাইরে থাকা সাধারণ মানুষকে ভ্যাকসিন সেবার আওতায় আনতে বিনামূল্যে অনলাইন রেজিস্ট্রেশন করে দিচ্ছে উপজেলার “হাকিমপুর ফাউন্ডেশন” নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
আজ সোমবার দুপুরে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন ও হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত ।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা.তৌহিদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তৌহিদ ইসলাম, ডিমল্যান্ড স্কুলের পরিচালক ওবায়দুল রহমান, মহিলা কলেজের প্রভাষক শরিফুল ইসলাম লাবুসহ আরো অনেকে।
হাকিমপুর ফাউন্ডেশনের সভাপতি মেহেদী হাসান সোহাগ জানান, অনলাইন রেজিস্ট্রেশন ছাড়া করোনা ভ্য্যাকসিন গ্রহণের সুযোগ নেই। তাই প্রযুক্তির বাইরে থাকা মানুষদের স্বতঃস্ফূর্তভাবে টিকার আওতায় আনতে আমাদের এই উদ্যোগ । প্রতিদিন বেলা ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আমরা সাধারণ মানুষকে এই সেবা দেবো।
তিনি আরো জানান, টিকা গ্রহণে আগ্রহী ব্যক্তি তার জাতীয় পরিচয়পত্র নিয়ে আসলেই অনলাইনে নাম নিবন্ধন ও টিকাকার্ড প্রিন্ট করে দেওয়া হচ্ছে।