নিজস্ব প্রতিবেদক:
করোনা জয় করে কাজে ফিরলেন বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডাক্তার তৈমুর রহমান খন্দকার। রবিবার বিকেল তিনটার দিকে তাকে করোনা জয়ী হিসেবে সংবর্ধনা প্রদান করেন নাটোর শহরের বেসরকারি হাসপাতাল সততা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার। তাকে ফুল দিয়ে বরণ করে নেন সততা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ও নাটোর জেলা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল রাজা।
এ সময় উপস্থিত ছিলেন নাটোরের সাদা মনের মানুষ হিসেবে খ্যাত সাবেক আরএমও ডাক্তার আবুল কালাম আজাদ।
উল্লেখ্য ১৩ জুন বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডাক্তার তৈমুর আলম খন্দকারের করোনাভাইরাস পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। এরপর তিনি নিজেকে আইসোলেশন এ রেখে চিকিৎসা নিয়ে যাচ্ছিলেন। এর মধ্যে পরপর দুইবার নমুনা পরীক্ষা করে তার ফলাফল নেগেটিভ আসে। গতকাল সিভিল সার্জন অফিস তাকে করোনা মুক্ত বলে সার্টিফিকেট প্রদান করেন।
সততা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক আবদুল আউয়াল রাজা জানান, এখন থেকে তিনি আগের মত সততা ক্লিনিকে নিয়মিত রোগী দেখবেন।
আরও দেখুন
নাটোরে আন্তঃ ক্যাডার বৈষম্য নিদর্শন এর দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,বাংলাদেশ সিভিল সার্ভিসের ২৫ টি ক্যাডারের (বিসিএস প্রশাসন ক্যাডার বাদে) সমন্বয়ে গঠিত আন্তঃক্যাডার বৈষম্য …