নীড় পাতা / জেলা জুড়ে / করোনা উপসর্গ নিয়ে নাটোর সদর হাসপাতালে ভর্তি ১

করোনা উপসর্গ নিয়ে নাটোর সদর হাসপাতালে ভর্তি ১

নিজস্ব প্রতিবেদক
নাটোরের করোনা উপসর্গের মিল থাকায় দুলাল(২৩) নামে এক ব্যক্তিকে নাটোর আধুনিক সদর হাসপাতালের করোনা আইসলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে। তার শরীরে জ্বর, বমি ও পেটের ব্যথা ছিল। দুলালের বাড়ি সিংড়া উপজেলার নারায়নপুর গ্রামে। তার শরীরে কোভিড-১৯ ভাইরাস আছে কিনা তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিক্যাল কলেজের করোনা ইউনিটের ভাইরোলজি ইউনিটে পাঠানো হয়েছে।

নাটোরের সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান জানিয়েছেন, সোমবার বিকালে দুলালের শরীরে জ্বর , বমি ও পেটের ব্যথা শুরু হওয়ায় প্রথমে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে রাতে নাটোর আধুনিক সদর হাসপাতালের করোনা আইসলেশন ইউনিটে স্থানান্তর করা হয়। বর্তামানে তার চিকিৎসা চলছে। তিনি এখন ভাল আছেন। তারপরও নিশ্চিত হওয়ার জন্য তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ভাইরোলজি বিভাগে পাঠানো হয়েছে সেই সাথে দুলালের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে।

আরও দেখুন

রাসিক মেয়রের পক্ষ থেকে বেসামরিক বিমানপরিবহন ও পর্যটন মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:প্রেস বিজ্ঞপ্তি, ০৫ জুলাই ২০২৪বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় …